=
বসন্তে'র গায়- হাত দিই ৷
পেয়ে যাই- পরশানুভব ৷

তোমাকে ছুঁই-না,  
ছুঁই- তোমার অনুভব ৷
পেয়ে যাই- এক-রাশ স্মৃতি'র খামার ৷

ভালোবাসায়- গা হারাই ৷  
মিশে যাই- কল্পনা'র গহ্বর ৷
স্মৃতি হারাই যখন;
তখন- তুমি মিলনে'র নহর ৷৷
=

ম. প্র. (০৫-০৩-২০২১)
=