=
ধর্ষক বিরোধী কবিতা হয়-না ৷
হয়, হয়-তো প্রতিবাদ হয় ৷  
এ-টাও ঠিক যে- প্রতিবাদী কবিতাও হয় ৷

হলে, কী- হবে ?
ধর্ষক কী- কবিতা বুঝে, না- কবিতা পড়ে ?  
সে-তো মনোবৃত্তি'র জঘন্য স্থুলতা- খোঁজে ৷

যদি- কবিতায় ধর্ষক মানুষ হয়ে উঠতো ?
রবীন্দ্রনাথ, নজরুল'- এর আগমন পরে,
বাংলাদেশ ও ভারতে আর- কোনো ধর্ষকে'র জন্ম'ই হতো-না ৷

কবিতা-তো সুক্ষ, সুস্থ, মানবিক মূল্য-বোধে'র নাম ৷
ধর্ষকে'র তা-তে নেই, কোনো- মানসিক অভিধান ৷

যেখানে, চক্ষু দর্পণে- অনুপ সোনি'র উপস্থাপনায়- ক্রাইম পেট্রল
আর- সুশান্ত সিং'- এর সাবধান ইন্ডিয়া'র শতো- পর্ব পর্ব করেও  
বাস্তব সত্য ঘটনায়- ধর্ষকে'র করুণ পরিণতি-তে, ধর্ষক জব্দ নয় ৷
সেখানে, কবিতা কী- করে, নাড়িয়ে দিতে পারে, ধর্ষক মনোবৃত্তি'র খল ?

তবুও কবিতা'ই হোক- শেষ ভরসা'র হাতিয়ার, ধর্ষক বিরোধী অভিধায় ৷৷
=

ম. প্র. (১৬-০৬-২০২১)
=