=
আইটেম বিঃস্মরণে,
ভেবেছিলাম- ঠক ।
ধ্যান খুঁজে পেয়ে,
দেখি-
বরাবর পারফেক্ট ।

মাঝখানে শুধু-
তড়িঘড়ি পরিধানে গেলো,
কন্টক ।
তবু- ভালো ...  
লজ্জা'র আসবাব হতে হলো-না,
নিছক ।।
=

ম. প্র. (১৩-০৬-২০২১)
=