=
এক-টা মিলে'র উদ্ভব হলো ৷  
অবস্থা, প্রেক্ষিত, আর- লগ্নে'র সহজিক ৷
যদিও মুখ খোলা'র কোনো- সুযোগ নেই ৷
কোনো এক নজর'- এর তোয়াক্কায়-  
হয়-তো হয়ে যাবে- মিলে'র মন-গিরা ৷
হয়-তো হয়ে যাবে- মিলনে'র সাল-গিরা ৷

অপেক্ষা মনে'র সন্ধি করে, হয়-না ৷
তবু- আশা'র ঘরে, প্রদীপ জ্বলে- সারানা ৷৷
=

ম. প্র. (২৩-০৪-২০২১)
=