=
দুর্বার হতে,
ছিনিয়ে নিতে, পারো-
তুমি এক-টি-বার
তোমার জন্যে,
আধার ৷

সংকট-কে
পাশ নিতে, দিও-না ৷

তবে'ই পাবে,
সারা-ধন আশা'র ৷৷
=

ম. প্র. (০২-০৪-২০১৭)
=