=
নদী'র নাভি জুড়ে,
অজ্ঞাত'-দের ত্রাস ।
সারি সারি পাল-তোলা নৌকা
ঘুম যায়- নির্ঘ্রাণ ।
প্রত্যাবর্তনে'র নেই, কোনো- খেয়াল !  

ভেসে যেতে যেতে, আবর্জনা-সমূহ বলে যায়-
তীর ঘেসে বে-বোধ স্থির-চিত্র হওয়ায়, কী- মেলে ?

ভালোবাসা'র গতিময়তায় থাকে-
নীল-রোদ,
ঘাম-সিক্ত সুখে'র দাপট,
গিলে ফেলা- আদ্র-পারদ ।

পাল-তোলা দুঃখ-বোধে'র মিহি পরশ নিতে চাও, যদি ?
তবে-
নম্র নেমে আসো-
জলে'র শরীর বেয়ে- স্রোতে'র পানসালায় ।।
=
ম. প্র. (০৮-০৮-২০২১)
=