=
অপরিসীম দুঃখ ঘরবাস পর শেষে,
নেমে আসে জীবনাকাশ হতে,
এক বিবর্তনীয় রোজনামচা।
অক্ষরবুনন হয় শিক্ষা, প্রেম আর
জীবনানুষদের এপিঠ, ওপিঠ ধারা।

ক্ষতির পৃষ্ঠাগুলো সাহারার বনিবনা।
লাভের আমলগুলো হলো বিদ্যায়তনের কারিশমা।
"গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান ব্যবস্থাপনা(ডিপ্লোমা)"
তার ধারাবাহিকতার সূচনা।
"হাজীগঞ্জ আইডিয়াল কলেজ অব এডুকেশন"
তার প্রারম্ভিকতার ঠিকানা।

কতো সময়ের গরজ বুনে,
পরিকল্পনার ধীবর সূত্রাসূত্র মনগজে সেঁটে সেঁটে,
আজকের এই বাসনার বর্ধিষ্ণু পারাপারের তরীমেলা।
এই নিয়ে অসময়ের শতোধারা প্রবঞ্চনার ঘাতকে
হবে কী নিরাময়াশা?

ভাঙ্গাগড়ার খেলায় কে গুনতে বসে;
জীবনের কোন আষ্টে শনির দশা,
আর কোন পৃষ্ঠে প্লেটোর বর্ষা?
তবু আশা, আশা, নিরন্তর পুলিৎজার আশা।
সর্বজনে, সর্বমনে, সর্বধ্যানে ফুটে উঠুক .....
অকৃত্রিম অনন্তফর্মা শ্রদ্ধা আর ভালোবাসা।
=
ম. প্র. (২৫/০৪/২০২৩)
=