=
সুখে'র নায্য অনুভূতি, বিলম্বে-
অ-নায্য হয়ে উঠবে, এটা'ই স্বাভাবিক৷
পায়রা-রা এ দেশ ছেড়ে, রোমে পাড়ি জমাচ্ছে৷
শৌচাগার ব্যবহার নিশ্চিত;
আইন-সম্মত বিধি কফি-সপ রেস্তোরা গড়তে৷
সকল পাখি-দের জন্য'ই উন্মুক্ত আকাশ৷
উঠোনে নামুক, আর- না নামুক৷
কুম্ভকর্ণ হয়ে, বসে থাকা- সময়ে'র অপচয়৷
অণু-স্বাদ জীবিত হলে, ছাড় দেয়া-
বাঞ্চনীয়তা'র বোধ-অনুভূতি আসে-না,
কারণ-
মনে'র ঘরে, চোরা-টান স্পষ্ট৷
সার্টিফিকেট ইস্যু করা- আছে, তার পূর্বে'ই৷
দূর্নাম সমালোচনা সয়া- নারাজ৷
সকলে'র চোখ, কান ঘোরায়- মূল্য-বৃদ্ধি-তে৷
কিন্তু-
পেটে'র খবর নিতে-তো, নূন্য-মূল্য'ই সহজলভ্য৷
স্বার্থ-লোভী প্রকরণে, পায়রা-গুলো খাঁচায়-বন্দি৷
তা- কোনো-ভাবে'ই খাটে-না৷
আমার পরিধি- ছোটো৷
সোমবার উড়াল দেবো- বড়ো পর্দায়৷
ছলা-কলা'র প্রবঞ্চনা, সেখানে- নাকাল-বন্ধি হবার নয়৷
কিন্তু-
সুখ-টা বিলম্বে৷৷
=

রচনা-সময়- ০২/১২/২০১২
=
মার্জিত রূপ- সংস্করণে৷
=