=
আকাশের শুকতারায়
পাখির ডানার ছাট।
অল্প বয়সের যৌবণে
হৃদয়ের ডিঙ্গি হাট।

ফাঁস হয়ে যাওয়া প্রেমে
লাজের পোস্টমর্টেম দেখে
বিচলিত হয় না পরিবেশদাস।
অবর্ম সময়ের ঘর হতে
বাইরে পা রাখে সুহাস।
=
ম. প্র. (২৩-০৭-২০২২)
=