=
স্টোন-ম্যান পাথর ছুড়ে, মেরে দেন- মানুষ ৷
টার্গেট এমন যে- বুঝে ওঠা'র আগে'ই জান শেষ ৷
আত্ম-হত্যা করতে যাওয়া- মানুষ-টা ঘুরে দাঁড়ায়- মানব-কতলে ৷
তার মজা'র খেলায়- ঘুম হারাম মানুষে'র ৷
কতল হওয়া- জান-গুলো অবশ্য- বদ-জান ৷
পুলিশ'- এর এনকাউন্টারে'র যেমন দায় নেই ৷
স্টোন-ম্যান'- এর খুনে'র দায়- না নিলেও সমাজ বাঁচে ৷
কিন্তু- পরোয়া না করা'র যে- এক-টা কসুর থাকে ৷
সে- দায় হতে, সমাজ-রক্ষায় তাকে আইনে, সোপর্দ করতে'ই হয় ৷
তাৎপর্য যাই থাকুক, সে মানসিক রোগীও নয় ৷
টিনেজে বলাৎকার হওয়াও তার- কারণ নয় ৷৷
=
ম. প্র. (১৬-০৩-২০২১)
=