=
বাবুনগরে'র তিনি- বাবুনগরী ।
উড়ে গেছেন- বলবৎ স্বর্গ-পুরি ।
মজলুম জননেতা,
কায়েদে মিল্লাত,
আপোষ-হীন সিপাহশালার
আজ নেই, ধামে'র অনুসার !
দিয়ে গেছেন- দিব্য ইসলাম শায়ার ।
হাদিসে'র অনুষদ- অমর আকসার ।
শিক্ষকতা'র ঘরে জ্বেলেছেন- প্রদীপ বাসার ।
সংগঠনে জুড়েছেন- অ-ভূত আনন্দ প্রসার ।
বয়ানে ফলেছেন- জীবনে'র প্রবাদ প্রমোদ ।
রেখে গেছেন- জ্ঞান-শৈলী আর- তার শিষ্য জগত নগদ ।
ভালো থাকুক,
আমাদের-
আল্লামা জুনায়েদ বাবুনগরী
ওপার জান্নাত ভাগ্য-পদ ।।
=
ম. প্র. (২০-০৯-২০২১)
=