=
ঘর উল্টে গেলে, ঘর থেকে,
বের হতে হয়, সকল-কে'ই৷
বাঁচা'র তাগিদ- যার থাকে৷
আমিও বেরিয়েছিলাম,
পাহাড়ে'র কোণে, আশ্রয়ে'র খোঁজে৷  
যেখানে-
এক-টি ভরসা ফুল,
ফোটানো ছিলো- পূর্বে'ই৷
জাগতিক পরিশ্রমে'র জ্ঞান ফসল৷
শেকড়ে'র আয়তনে, বিস্তৃতি-
যতো-খানি হবার কথা, তা- শিরোধার্য৷
কিন্তু-
ফুলে'র রক্ষকে'র চেলা-ফেলা-দের-
সাম্য, অ-সাম্যে'র দোলাচলে,
তার নির্যাসে'র ঘাটতি হতে, যাচ্ছিল৷
অনুযোগ সেখানে- সক্ষীণ নয়৷
বিপর্যয়-টা অনেক দিনে'র, চেনা- মুখাকৃতি৷
সুযোগ মিললে, ভদ্রতা-
যেমন কাড়ে ওঠে, যায়৷
ভদ্র হয় চোর, তাই আর- কি!
এ-ক্ষেত্রে চোরে'র দেখা নয়, লুটেরা'র৷
হতে দিই-নি,
অভিযোগে'র চূড়ান্ত ঘন্টা- বাজাতে'ই হলো৷
সেই সূত্রে-
এক-পক্ষ মানবিক, অন্য-পক্ষ বিপরীত৷  
কান্না'র নোনাজল- কারো হৃদয়-কে'ই,
পুরোপুরি লবনাক্ত করে-না৷
ব্যালেন্স-টা জীবন পলিসি৷
কারণ-
সহানুভূতি'র এক-টা হাত-
চিরো-কাল'ই প্রসারিত থাকে৷
ভোর থাকে বোলে'ই, লুব্ধতা'র বিকাশ৷
এই স্বগোক্তি মনে মনে, স্মৃতি-পট ঝালাই করে৷৷
=

রচনা-সময়- ০৪/১২/২০১২
=
মার্জিত রূপ- সংস্করণে৷
=