=
জানালা- ভেজানো'ই থাকে৷
প্রথম প্রহর- অতিক্রম হয়ে যায়,
ঘুমে'র মন্থনে, রবি'র গায় গায়৷
প্রকৃতি'র ডাক পর্ব-টা, কেবল-
আমার জন্যে'ই অপেক্ষায়, থাকে-না৷
তবু-
জীবনে'র ঘ্রাণ- আমিও পাই, এক-টু দেরী-তে!
উদরে'র চৌকাট- প্রদক্ষিণ করিয়ে, নরম আয়োজনে,
নিজেকে সমৃদ্ধ করা'র পালা-টা,
গেড়ে বসি টেবিল আঁকড়ে৷
জীবিকা'র ভবিষ্যত্ স্বপ্ন-
চেয়ারে'র চার-পায়া'র প্রসারতায়- গভীর হয়৷
যৌণতা'র সকল পথ- বন্ধ রাখা, আছে৷
কিন্তু-
যৌণতা-কে বাদ দিয়ে, জীবন নয়৷
অর্থ-কে মুষ্টিবদ্ধ না করে, কী- যৌণতা হয়?
জীবনে'র চিত্রপটে, সাদা কালোয়-
রংয়ে'র বর্ণিলতা- ফুটিয়ে তোলে!
অর্থ মৌলিকতা'র সন্ধিক্ষণে,
কবিতা'ই এখন- শেষ আশ্রয়৷
ফের- অন্য উপসর্গ সময়ে'র তল-পেটে, প্রবাহ-মান!
ধারাগত বৈচিত্র্যতায়- নির্উদ্দীপক নয়৷
লগ্ন-বিলম্বতা মৌলহ্ সম্পর্কে'র, সৃষ্ট-পথ রূদ্ধ করে!!
=

রচনা-সময়- ২৫/১১/২০১২
=
মার্জিত রূপ- সংস্করণে৷
=