=
টিপ নিয়ে, উধাও সে- দুই বৎসর হলো ৷
ফিরলো-না, আর- ফিরলো-না, সে-তো ৷
আশাও করি-না, সে- রকম রুবারুব সত্য ৷
যে- রকম হলে, চরে নৌকা ভাসান যেতো ৷
না ফেরা'র মানে কী তবে- নুনে'ই ফুর্তি ?
মাখন-মাখা হৃদয়-ভোজ হবে-না, তাহলে- স্মৃতি ?
যাক তবে- ননাই'- এর চেয়ে, মানা'ই হোক- সৃষ্টি ৷৷
=
ম. প্র. (১১-০২-২০২১)
=