=
শূন্য পৃথিবী-তে এক-টি রেণু'র উদ্ভব ৷
ফুল হবে, না বাগিচা, কে জানে ৷
ফুল হলে, হবে- হয়-তো হৃদয়ে'র ৷
বাগিচা হলে, হবে- হয়-তো ঘরে'র ৷

আমার-তো দুই'ই চাই- পল্লবিত হতে ৷
ফুল হতে বাগিচা'র যে- আ-গম্য বয়ে ওঠা- সিঁড়ি ৷
তার এক এক ধাপ- ভালোবাসায় গড়ে নেবো- আমি ৷৷
=

ম. প্র. (১৭-০৫-২০২১)
=