=
তোমার গোলাপে'র সংখ্যা-বিপুলে,
আমি গোলাপিত হই- ঠিক'ই৷
কিন্তু- সুরভিত হই-না৷
আমি সুরভিত হই- কিসে, জানো?
তোমার আগ্রহে'র আগরবাঁতি-তে৷
মনে রেখো-প্রিয়,
প্রতি-দিন-কার সব কিছু'র জৈবণিক টান হতে,
বিভক্ত হলেও৷
আমি, তোমার অস্তিত্ব ভাবনা হতে,
আর- তোমার প্রকাশিত গোলাপ হতে,
তার সাথে- তোমার আগ্রহে'র সুরভি হতে,
মন বিভক্ত হতে দিতে, পারি-না৷
এই না পারা-কে, তুমি আর- যাই নাম দাও৷
দিতে পারো৷
কিন্তু- ভালোবাসা' দিয়ো-না৷
কারণ- ভালোবাসা'র দায়-
আমার মনে'র ওজনে'র সাথে, যায়-না৷
শুভো-দিন বন্ধু৷ অ-নাব্য ভালো থেকো৷৷
=
রচনা-সময়- ১৭-০২-২০১৯
=