=
শহরে সিথান দিয়ে, গ্রামে শুয়ে থাকি ৷
কারো কাছে শহুরে, কারো কাছে গ্রাম্য ৷
আমার কাছে আমি বররাবর- দুই'ই মান্য ৷

মাটি আর- কংক্রীট'- এর পার্থক্য যাই থাকুক !
পুরো-টা'ই বাংলাদেশ ; দুই মিলে অনন্য ৷
কেবল- এক-টা'ই ফাঁকি ; দুই'- এর মাঝে, প্রেম ৷
শহরে নারী'র সংখ্যা- উপর্যুপরি বেড়ে যাওয়ায় গণ্য ৷

গ্রামে বেড়ে উঠে-না, নারী- শিক্ষায়, যোগ্যতায় নূন্য ৷
ফলে- পড়ে আছে সংসার, স্বাদ, স্বপ্ন, বিস্তার প্রভূত শূন্য ৷৷
=

ম. প্র. (০১-১২-২০২০)
=