=
ভালোবাসা কারে বলে, জানি-না৷
জানি, যদিও- এ-টুকুন শুধু-
আলো-ছায়া তার- নাম৷
গড়ে যায়, কভু- ভেঙ্গে ভেঙ্গে৷
ভেঙ্গে যায়, কভু- গড়ে গড়ে৷৷
=

রচনা-সময়- ১৭-০৩-২০১৯
=