=
কাটাফাটা চৈতন্যকে সুচারু করা হতে পালিশ করে
সজ্জিত রংয়ের বাহারি পটে সবধন্য করে
বিদ্যার্থীর সর্বময়তাকে চৌতিবহর দীক্ষায়
নির্মল চক্ষুভরাট করে দেন যিনি
বহিঃবর্ধনতার পরিবারে তিনিই শিক্ষাগুরু ।

সময়ের পূর্বাপর লালন করে পাড়ি দিতে হয়
সব মানুষের একদিন অদেখা পরপারে
হুট করে চোট খেয়ে মৈত্রিহীনতার কাছে
সমর্পণ নয় যদিও আজকের বেলা, তৃষিত মেলা
বছর পূর্তির স্মরণীয় ভেলায় এইসব আমাদের মূখ্য আবেদন
কবিতার কবিতায় সঞ্চিত একালের দুমুঠো সবিনয় নিবেদন
শ্রদ্ধাঞ্জলিতে শ্রদ্ধার্ঘ্য যতোপুরু ।
=
ম. প্র. (২৫-০৩-২০২২)
=