=
সুর জুড়ে জুড়ে,
ছন্দ-সম্পূর্ণ করেছে,
জীবনে'র বায়না ৷

বে-সুরো ছন্দ-যোগে,
ঠিকানা- হারিয়েছে,
জীবনে'র আনাগোনা ৷

তবু-
পর্ব পর্ব করে,
সীমানা গড়ি-
অর্থ, বন্ধন ও বন্ধনা'র,
শোধ ছাড়া ৷৷
=

ম. প্র. (১৬-০১-২০২১)
=