=
কোরবান' এমন এক উৎসর্গে'র নাম-
যা- রাহমানু'র রাহিম' এর নামে, উৎসর্গ ৷
কিন্তু- পরিতাপ হলো- এই ধরো- ইনাম
কখনো কখনো- হয়, উৎসর্গ-
দরদে আশিয়ানা'র বিবর্জিত রূপ!
আর- কখনো কখনো আরশে,
আলপনা'র দয়ালু'র স্ব-রূপ ৷
এই ব্যবচ্ছেদ'- এর আসল-
হেকমতে'র নাম- তরিকা' ৷
তরিকুল মাজেজা- বুঝতে লাগে,
দিলে'র সমুচিত আরমান ৷
যা- অর্জন করতে, ধর্মীয়-দের,
শিশিরে তুলতে হয়- তাকওয়া ৷
মনে ধরে, যেনো-
উৎসর্গ এমন এক মহান ত্যাগে'র নাম-
যার খেদমতে'র ত্যাগে,
দিলে'র সুরত হতে হবে, শিশু'র লাহান ৷৷
=
ম. প্র. (৩১-০৭-২০২০)
=