=
শাপলা'র নিচে, যে-
জল জলাধার ।
শিক্ষক তার-
রূপকে'র অসীম কর্ণধার ।
তলদেশে'র ষঙ্গিক দিয়ে,
মুড়িয়ে রাখে-
উর্বর, উর্বরতা'র আসমান ।
পৌঁছে দেয়- বহমানতা'র ভরে-
ভেসে থাকা'র অনির্বাণ,
উৎস, কাল, গৌরব গর্ব-
আগামী সকাল ।।
=
ম. প্র. (০৯-১০-২০২১)
=