=
খোদাই হয়ে যাওয়া- শিলালিপি-তে খনন
বুদ্ধু-তা ছাড়া আর- কী ?
কেউ কেউ তার- শরীর নিয়ে,
স্বপ্ন নয়, কল্পনা'র খোলস গড়তে চায় ৷
কান্না'র শিলা-মাটি ভিজিয়ে, অথৈ করা'র মোহনায় ৷
ডুবে নিঃশেষ হওয়া'ই হয়-তো খেয়াল !
মায়া'র ভরে বাস্তব- এর নীড় হয়ে যায়- বাহক ৷
বহন করে করে বিলীন'- এর শীষ রেখে যাওয়া'র খোরাক !!
=
ম. প্র. (০৬-০৭-২০২১)
=