=
লালিত্য হতে হতে, সময় পার হয়- বয়সে'র৷
কিন্তু- স্বপ্নে'র জ্বর হতে, তার- আরাম মেলে-না!
বদলে'র আফসোস- পুড়িয়ে মারে, সব- লালন!
তবু- স্বপ্ন-বাদল ঘিরে থাকে, সকল আকাশ-জুড়ে৷
স্বপ্ন লন্ডারিং হয়-না কিছু'ই, হৃদয়ে'র অনাবিল হতে৷
স্বপ্ন-ভঙ্গ যার নাম- তাকে, কে সাধে- সঙ্গম করতে?
ভালোবাসা'ই তার- উর্বর, উত্তম- সাধন হতে পারে৷৷
=
রচনা-সময়- ২১-০৩-২০১৯
=