=
মনমারি উধাও রাজ্য হতে !
সে কী- সংসারে'র শান্তি-তে, মন ভরেছে ?

শতো শতো- মন ভেঙেছে,
পিপিলীকা'রও ঘুম কেড়েছে !
গ্রাম-টাকেও বলাৎ করেছে,
চোখে- ঘোর জুগিয়েছে !
রংতুলি-তে জঙ ধরিয়েছে,
বিশদ-ভাবে জীবন-বোধে'র মোড় ঘুরিয়েছে !
সবুজে'র চিরৎ-পালে ভঙ জুড়েছে,
নদী-টা-কেও থমকে দিয়েছে !

কি বিশ্ময়- হাতছানি তার-
শরৎ'- এর গায়- হুল ফুটিয়েছে !
ফুলে'র পাপড়ি-গুলোয় নির্ঝরে'র তকমায়- লুপ্ত ধ্যান ধরিয়েছে !

কী-গো মনোরমা, বিরাম নিলে ?
পদ্ম-ভোরে'র নাচ দেখতে চাও-না, আর ?
ঘটা-তে চাও-না, আর- কলি-কালে'র নর-পিপাসা'র জমরূদ মেলা ?
কী হবে, এখন আর- শান্তি-নিকেতনে'র অ-বোধ চেলা হয়ে,
আমার অনতিকালে'র সুরাহা'র ঘরে- নিত্য বিবাদ আহ্বান ঢেলে ?

দুঃখ ভরানো হৃদ-ভ্যাপুয়ায় আর- কী তুমি-
বাদ রেখেছো, জমাট-খোয়ায় ?
চন্দ্রাবতী'র পোল ভেঙেছো-
শান্তি নদী'র বিরোধ মায়ায়, বিভোর ছায়ায় !
তবু কী আর- পাড় ভেঙেছো-
রক্ত-স্রোতে'র অ-বাধ তোড়ে, দীঘল নায়ায় ?

আমাদের ঘর-বসতি'র সকল ছোঁয়ায়- মিমিক্রি'র জোয়ার ভাষা ।
হালে'র সব দরজায়- অট্ট-হাসি'র একেক-জন প্রমোদ প্রতিবেদক খাড়া ।
তুমি যখন- সময়ে'র অমোঘ ফলে- বূঝে'ই গেলে,
অ-শান্তি'র সব দুয়ারে- উভ-গহ্বরে'র দুঃখ ভোরে'র যাপন-ভেলা ?
তবে এসো- শান্ত, স্বচ্ছ- শান্তি-কলে'র কর্ণ-যুগলে গিয়ার জুড়ে, নাও-
আনন্দ-যুগে'র হাওয়া'র উত্তরাধুনিক সর্ব-তোড়ে'র সু-বোধ বলা, চলা ।।
=
ম. প্র. (২২-০৯-২০২১)
=