=
কোরবান হতে-তো চাই ৷
কিন্তু- কোরবানি-তে আমার কোনো- দাম নাই ৷
মূল্য-হীনে'রও এক-টা মূল্য হয়- চুল, দাঁড়ি, নাক ঘষলে ৷
আমার সিকস্তি-তে কেবল- অচল গদ্যে'র বুলি সামলে,
বৃক্ষে'র নিরব অনুভূমিক দাঁড়িয়ে থাকায়- জীবন পাড়া ৷
মন নিয়ে খেলে যাওয়া- প্রতিকি-গুলো এখন- শান্ত কুয়াশা ৷
ফিরে আসা'র নাম কখনো- খোয়ানো-কে ফিরিয়ে দেওয়া হয়-না ৷৷
=
ম. প্র. (১৮-০৭-২০২১)
=