=
শৈশবের স্মৃতি গ্রামের প্রীতি
গ্রাম শহরের তুলনায়।
ভোরের আলো জাগবার আগে
জাগতাম আমি প্রেরণায়।
বলছ নাকি, প্রেরণাটা আবার কী?
তবে শোন, গল্পটা এবার বলছি।
একটা ছিলো প্রতাপময় চৌধুরী বাড়ি
ছিল তার দালানকোঠা আর বাগানবাড়ি।
নিয়ত করে ঘুমোতে যেতাম আমরা,
যেন সূর্য বেটার আগে জাগতে পারি।
কে কার আগে বেশি ফল কুড়োব প্রতিযোগিতায়
সবার শেষের প্রতিযোগি ছিলাম আমি অসহায়।
দুরন্তপনায় আমায় ছেড়ে এগিয়ে ছিল সবাই
তবু কিছুই যে পেতাম না শেষে এমনটা নয় ভাই।
পেন্টের পকেট আর হাতমুঠোয় ভরে যেতো,
হরেক রকম বনজ ফল আর ফলের মিঠাই।
=
ম. প্র. (10-07-2022)
=