=
না হওয়া-কে হওয়ায়,
না করা-কে করায়,
না পারা-কে পারায়-
রূপ দিতে, যে-জন সক্ষম ৷
সে-জন বীর-বীক্রম ৷
ভালো, উত্তম কিছু করলে, যদি-
বলা হয়- নষ্ট করা হয়েছে ৷
সে মুখে, লাথি মারলেও কী-
কষ্ট, শ্রম আর- মেধা'র যে-
পাখণ্ড অবমাননা হয়েছে ৷
সে ভারে'র ভরপাই হবে ?
মনে-তো হয়-না, কারণ-
অবমাননা'র পিঠে, অবমাননা-
শুধু- অ-শান্তি'র পাহাড় গড়ে ৷
তা-তে না বাঁচা যায়, না বাঁচানো যায় ৷
জেনে-শুনে বিষ পান করা'র মতো-
পিয়ে যেতে হয়- পরিত্রাণ'- এর উপায় মেনে ৷৷
=
ম. প্র. (১৫-০৫-২০২১)
=