=
চোখে'র পরে দাঁড়িয়ে থাকা- প্রাণ-গুলো সোরগোল করে-না ।
উন্নতি'র প্রতিচ্ছবি হয়-তো একে'ই বলে- ধারণা ।
ক্রমশঃ ভীড় কমছে- হাত পাতা নিয়তি'র ।
আমরা উন্নতি'র নিয়ন্ত্রক নই, হয়- ভাগ্য-লিপি'র ।
সময় তার প্রতিবেশী বন্ধু, নেতা'র আমলনামায় ।
করতে দিলে'ই করা হয়, নয়-তো সব- ছারখার হয় ।
ভাতা'র ঘরে পালক পরে, আমরা তারে ভালোবাসি ।
উছলে ওঠা ঢেউয়ে'র সাথে- জীবনে'র উপাদান খুঁজি ।
সে যে- আমার জন্মভূমি, সে যে- আমার জন্মভূমি ।।  
=
ম. প্র. (২২-০৭-২০২১)
=