=
সব সাধারণে,
অ-সাধারণ মওকা পায় ৷

সব অ-সাধারণে,
সাধারণ নিরব রয় ৷

উল্টো বোধ'- এর অনুভবে,
পৃথিবী পাক খায় ৷

অনুভব'- এর প্রজন্ম-
প্রজন্ম হারায়,
পৃথিবী না বদলায় ৷

আদি হতে অন্ত,
সত্য-রেখা কভু- পথ না হারায় ৷

যে- মানে, সে- মানিক ৷
আর-
যে- মানে-না, সে- বণিক ৷৷
=

ম. প্র. (০৪-০৩-২০২১)
=