=
যে গেছে, সেও ফিরবে এক-দিন৷
তাই, ফেরা'র প্রতিক্ষা করি-না৷
কেননা- প্রকৃতি তার- নিজস্ব নিয়মে'ই,
পৃথিবী ভাঙ্গে, পূণরায় গড়ে৷
তাই, বৃষ্টি-কে তাগিদ দেই-না,
সৃষ্টি'র প্রতি উন্মেষ হতে৷
প্রিয়া-কে বলি-না, প্রেমিকা হতে৷
সাদা বকে'র ডানায় চড়ে?
জীবনে'র আরশী- তুখোর হয়, কে বলে??
=

রচনা-সময়- ১১-০৪-২০১৯
=