=
হয়-না, হয়-না করে- হয়ে যায়৷
সময় না পুড়িয়ে, কিছু কী- হয়?
বেলা, অ-বেলা'র খেলা'ই-তো, জীবন৷
হয়ে যায়, সাথে রেখে যায়- পীড়া!
তাকে সহ্য না করে- হয়-না, নিশানা!
ভাবে মরা'র সাথে, তার- সপ্ন মরা!
জীবন যারে, করেছে- পোড়া, অ-ভাগা!
সপ্ন তারে, পূণরায় তবু- দেয় সাড়া!!
=
রচনা-সময়- ২৫-০২-২০১৯
=