=
পুড়ে পুড়ে ক্ষয় হলেও জীবাশ্ম থেকে যায় ৷
হতে পারে, নতুনে'র উদ্ভব- আগমন ঢের ৷
যা হবে, হবে- হয়-তো প্রতিশোধে'র মহড়া ৷
কী দিয়ে- করবে রক্ষা, বকেয়া থাকা- জখমে'র ?
পোড়ানো'র হেবিট যে- সর্ব অঙ্গে, এক-রোখা ৷৷
=
ম. প্র. (২৯-০৬-২০২১)
=