=
নম্র
----------
বসন্ত হাওয়া ভিজছে,
শীতের অধিক
আলো দূর্গে ।
-----

ভাগ্য
----------
নুন আনতে
পান্তা ফুরোয় !
তবু- রাত ঘুমন্ত ।
-----

সত্য
----------
বিত্ত দেয় না দৈর্ঘ্য
অথচ-
কি আদৃত !
-----

চৌর্য
----------
দূরের দরজা
খোলা রেখে;
কাছের খিড়কি আতঙ্ক !
-----
=
ম. প্র. (০৫-০৩-২০২২)
=