=
প্রকৃতি তার- অনুশাসন নিয়ে'ই চলে ৷
ভাঙে গড়ে, গড়ে ভাঙে, নিরন্তর...
মানুষ'- এর প্রবৃত্তি নিয়ে, তার- অনাবনত খেলা ৷
কেউ খুশী'র নায়ক, আর- কেউ দুঃখে'র নিয়ামক ৷
পরাজয়'- এর ভীতি- কোন অংকে, কতো-দূর ৷
সে শুধু- নির্ধারণ করে, প্রকৃতি'র সময়- সমুদ্র ৷
বিভাজন"- এর আর-বার নিয়তি'র সনাতন মাত্র ৷৷
=
ম. প্র. (২২-০৩-২০২১)
=