=
দীপালি-কে আমি দীপান্বিতা'র কাছে,
ছেড়ে দিই-
সাফিয়া'র কাছে, সঁপে ৷

কে জানে- আলো জ্বলে ওঠে, কখন ?
অথবা-
মালা-গাঁথা'র সময় হয়ে ওঠে, কখন ?

মন কেড়ে নিতে, জানলে'ই যে-
সম্পর্ক মধুর হতে, মধুর-তম ৷৷
=

ম. প্র. (০২-০৪-২০১৭)
=