=
সম্পর্ক-টা কেবল- স্বার্থে'র কারণে'ই!
আন্তরিকতা'র গোমট প্রতি-বিম্ব- অন্তর-কে,
কতো-টুকু ছেদ করে, তা- কে জানে?
তবে- সম্পর্ক-টা নিবৃত্তে টেনে চলে- দু-পক্ষ'ই, অবদামে৷৷
এক পক্ষে'র দাঁত, সোনালী মুখ, আর- মুখে'র ভাষা৷
আর- ভিন্ন পক্ষে'র জুতো'র পেরেক, সুতো'র দাঁত৷
এই-তো পরস্পরে'র পরম্পরায়- টানে'র ইতিহাস৷
পেট-চুক্তি সব বর্ষা-তে, না ঘটলেও?
বৃষ্টি যখন- ঝরে, তখন- নিম্ন পক্ষে'রই পকেট চাবি ঘুরে৷
মান, অপ-মানে'র মহরত সব- ফাংশন'ই
পৃথিবী'র সকল বিষয়-গুলো-তে, এডিট করা থাকে৷
কিন্তু-
উপর-পক্ষ সপ্রতিভ নিরব-ঠান্ডা অবদান- লালন করে, চলে৷
সম্পর্ক খিলাল দেওয়া- সকলের'ই সাজে৷
ভাঙ্গা-গড়া'র ডাইনিং-টা ভূবন-জুড়ে,
দু-পক্ষ'ই অটল মজবুত থাকে৷
কারণ-
জীবনে'র দম ভারী ও হালকা- উভয় মানদন্ড মেনে'ই চলে৷
সব নাতিদীর্ঘ সম্পর্কে'র ফলাফল- মান্যতা'র রেশিও জিরো৷৷
=
রচনা-সময়- ২৫/১১/২০১২
=
মার্জিত রূপ- সংস্করণে৷
=