=
সম্পাদক মাইনর ৷
আবার- কবিতায় হাতে-ঘর ৷
অবশ্য- নিজে'র ছড়া-কে গণ্য করেন, কবিতা ৷
কবি হতে, চেয়ে নেন- পত্রিকা'র জন্য লেখা ৷
সম্পাদনা'র কাটার'- এ কবিতা-কে ছেঁটে নেন- তিনি ৷
নিজে'র মন'- এর বায়স্কোপ'- এ ছাপেন, কবিতা- ভিন্নি ৷

বার বার পূণর্বারে, তাগিদ আসে, সচেতন হতে ৷
বলা হয়েছে- দায়িত্ব ভালো, অভিভাবকত্ব নয়, সৃষ্টি-তে ৷

বুঝেন-নি তিনি, ভেবেছেন কবি-সম্পাদক'- এর কাট্টি ৷
এখন আর- লেখা চান-না, চলে গেছেন- উধাও পট্টি ৷৷
=

ম. প্র. (২৪-০২-২০২১)
=