=
বার-বার এক'ই প্রশ্ন- আগমনী'র !  

হ্যাঁ ও-টা অন্য কথা যে-
মাঝে বিরতি দুই, তিন, চার মাসে'র ৷

না, বিরক্তি'র মুখ দেখানো- যাবে-না ৷
দেখালে, আড়ালে বদনামে'র ভারোত্তলন তুলতে হবে ৷
ও-দিকে সম্পর্ক-গুলো জীবন-দায়ী'র ৷
কেউ'ই তার ব্যতিক্রম নয়, কোনো-কালে ৷

সহ্য'ই তার- এক-মাত্র গতি ৷
থামালেও জট, না থামালেও খোট !!
=

ম. প্র. (১৫-০৬-২০২১)
=