=
প্রতি-টি বিকেল নিয়ম করে, হাঁটা৷
না, শুধু- স্বাস্থ্য-বিজ্ঞান মেনে চলা'র জন্য, নয়৷
কিছু-টা আঁধার অতিক্রমে,
আলো'র রূপালী চাঁদে'র খোঁজে, ছুটে চলা৷
বিদ্যুত্‌ সাশ্রয়ী বাতি যখন-
তার আপন কার্য ব্যতিরেকে, সাময়িক অবসর নেয়৷
আর- কিছু-টা মানস সম্পূরক তৃপ্তি'র অনুযোগে'র খেয়াল-
জাগতিক পরিমন্ডলে, রং ফুরোবার আগে,
রং-কে চিনে নেবার, আসক্তি- কিছু কম নয়৷

বিকেল এসে, বিকেল যায়- কতো-কাল৷
অস্তগামী সূর্যে'র আড়ালে,
একাকী হাঁটা'র পাশে, সঙ্গি খুঁজে পাই-নি, কখনো৷
ঋতু-চক্রে'র বদল হয়৷
কিন্তু- আমার বিকেল, সময়ে'র কাটায়-
সামনে-পেছনে সরে মাত্র৷
আমার অস্তিত্বে, শুধু- বিধ্বস্তূপ হাহাকার!
কল্পনা'র মানসী- সেখানে তুমি নেই৷

এ বিকেল, শুধু- পায়চারি করা'র,
এ বিকেল, শুধু- সতেজতা'র,
এগিয়ে যাবা'র৷
চলা'র পথে, ম্রিয়মাণ সবুজে'র শরীরে,
ভেসে ওঠে, তোমার ছবি৷
দেখে, রাঙ্গা হয়ে, প্রহসনে ভূগি৷
তুমি রূপ পাল্টাও, নতুন নতুন বিকেলে৷
আমি হেঁটে চলি, আ-কুন্ঠ স্বপ্ন নিয়ে৷

জানি তুমি সেই স্বপ্ন-কে জাগা-তে,
উঠে আসবে, পথে'র ওপাশে৷
এগিয়ে পদক্ষেপে প্রদক্ষিণে, হাতে হাত মেলে, জানাবে-
প্রণয় প্রলয়ে'র কম্পন- অমৃত বিশ্ময় পৃথিবী'র ঠিকানা৷
সেই প্রত্যাশা'র পরাগ-মাখা বিকেল, দিনে'র শেষে এক-দিন৷৷৷
=

রচনা-সময়- ০৫/১১/২০১২
=
মার্জিত রূপ- সংস্করণে৷
=