=
স্বাধীনতার রুমাল উড়ে অমহানে
চালা উড়ে গেলে থাকে শুধু দলাবদ্ধ মাটি
ভাঙ্গা পা নিয়ে ড্রিম এলায়েন্সও দৌড়েছিলো
জয়ের পতাকা উড়ালেও মেলেনি ঐ শব্দটির প্রিয়া
অমরিদের নেই ভোগ মেটানোর নিশ্চয়তা কোনো রহমে
স্বাধীনতার হেঁয়ালি ব্রেক থাকে বোলেই তার এতো কামাক্ষা
প্রেমের চলতি খোরাকে প্রিয়ার মুহূর্ত অনিহাও তার বরখেলাপ
পরিমণ্ডলে ধ্যান আর আগ্রহ নিয়ে পরিপূর্ণ করতে চাওয়া স্বাধীনতা
সম্ভাব্য পথে গোছানো পদক্ষেপে প্রতিনিয়ত অতিবাহিত করাও স্বাধীনতা
কল্পনার চাদর ঠিকরে যে মোহ নেমে পড়ে বাস্তবতার ভীড়ে সেও স্বাধীনতা।
=
ম. প্র. (২৮-০২-২০২২)
=