=
যার-পর-নাই উদ্যোগে.
কিছু করতে গেলে...
উদ্বেগে, হওয়া-টা হয়ে যায়- উদ্বেল, মহাল !
সময় আর- শ্রম
কমাতে গিয়ে বাড়ানো,
কী- করে, সয় ?
তার অধিক ভালো- স্বাভাবিক থাক কর্ম-জয় ৷
গন্তব্য যদি- এক'ই হয়,
নাকানি জুড়ে, কী- রয় ?
সবাই-তো জানে- বলি আর- পলি এক-কথা নয় ৷৷
=
ম. প্র. (১৩-০৩-২০২১)
=