=
শুক্লা-ক্রান্তি'র কাছে, ঋণী নই,
কিংবা- একাদশী'র কাছে ।
পাল-তোলা নৌকা-গুলো যেমন-
দিক নির্ণয়ে'র মৌসুম খোঁজে ।
আমিও ভরাডুবি'র কাছে,
নেতিয়ে দেই-নি, ভোরে জেগে ওঠা'র শ্বাস ।
মে মাসে'র ঘাম ঝরা- বিকেলেও বপি-
প্রাতে'র কমনীয় আশ্বাস ।
জীবনানন্দ ফুল-গুলোয়,
পাখী-গুলোয়,
নদী-গুলোয়
ঠাঁই দেখতেন- বেশী ।
আমি বে-মালুম স্মৃতি'র অ-গোচরে,
পুঁতে রেখেছি, সে-সব !
কাল-কিনি, আজ-কিনি'র মধ্যে-
নিনাদ করি-না, সরব ।
শ্বাসে'র সাথে- বলপ্রেম যোগ করে,
উড়িয়ে দেওয়া- সংক্রমণ আমার ।।
=
ম. প্র. (১৬-০৮-২০২১)
=