=
বিজয় দিবস'- এর ঘুড়ি-টা
কেটে'ই গেলে ৷
স্বাধীনতা দিবস'- এর জোয়ার-টা
মেখে'ই দিলে ৷

দুই দিবস'- এর মাঝে,
কী যেনো- হয়ে'ই ছিলো ?
যা'ই হয়েছে, হয়ে'ই রয়েছে,
বিচ্ছেদ বলা- যাবে-না তারে, কখনো ৷

ভালোবাসা'র ঘুড়ি-টা সুতোয়-
গাঁথা'ই ছিলো ৷
কেটে যাওয়া-টা আসলে-
বোধে'র অ-মাপ ছিলো ৷  

বিনিময়'- এর কিছু সোপর্দ হলে,
শূন্য তার কাছে, বেশ অ-গোছালো ৷
স্বাধীনতা দিবস' হতে,
গ্রন্থি-যুক্ত চলা-টা তবে- মসৃণ হলো ??
=

ম. প্র. (২৫-০৩-২০২১)
=