=
বানানো বাসা-টাও নড়বড়ে হতে থাকে,
কখনো কখনো !
যে স্রোতে'র বিপরীতে, এক-দিন তিলে তিলে,
গড়া হয়েছিলো !
কেউ দেখে-না, ভেতরে'র মেমো, শিল্প-টা'র !
কেউ ভাবে-না, এক-দিন আমার ভাগ্যও
পুড়তে পারে, মর্ম-টা'র !
অগ্নিগর্ভ হতে'ই যেনো- স্বাদ সবার !!
=
ম. প্র. (১২-০৮-২০২০)
=