=
ধরিয়ে দিলে'ই হয়,
এক-বার ৷
না' করা মুখ-টা
হা' হয়ে, যায় ৷
এর ভেতরে,
যাই থাকুক উন্মাদনা ৷
ফল-টা প্রাপ্তি'র
বন্ধু হয়ে, যায় ৷
বন্ধু হতে হতে,
যা- ক্ষয়ে যায় ৷
তার সুরাহা'র ঘাট বানানো-
রয়ে'ই যায় ৷৷
=
ম. প্র. (০২-০৩-২০২১)
=