=
আলোহীরকের জন্মে
প্রসূতি মন উদ্রেক করেনি।
ভিন দেশের পর্বতশ্রেণী ডিঙ্গিয়ে
ফিরতি ঘরে
জমা হয়েছিলো বিরহী সভা।

মনচুত্যির ব্যাপারটা ধ্যানচুত্যির গহ্বরে
পাহারা নামায়।
বিরল নয় যদিও
মাঝে শতাব্দীর পথহাঁটা।

যাপিত মহুয়ার ঘ্রাণে
বুকপতিত হয়ে হাঁটেনি নির্ণয়ক।
ঝিনুকের পেটে
পাড়ি জমায় নোবেল।
সে আবেশের রচয়ক নাথ।
ঐ বিজয়ব্যাপ্ত ধানে
আজও চালের বরাত হয় বাংলা।
=
ম. প্র. (১৯-০৩-২০২২)
=