=
দুই দিন আগে প্রেমা জন্মাতো যদি
ওর মা রত্নার প্রাণ নাশ হতো না।
দুই দিন আগে পৃথিবীতে প্রেমা আসতো যদি
ওর মা রত্নার দ্বিতীয় মেয়েটার ডান হাত ভাঙতো না।

ট্রাকের চাপায় ময়মনসিংহের রত্না গেছে মারা
রেখে গেছে নান্নী জান সর্বহারা মেয়ে তার প্রেমা।
কি মর্মান্তিক জন্ম নেয়া অলৌকিক মেয়ে প্রেমা!
জন্মাতেই সব হারিয়ে, হয়ে যায় সে জাতীয় কন্যা।

কত মাতা পিতা তারে দিতে চায় সন্তানের মর্যাদা
যন্ত্রদানব একনিমেষে কেড়ে নিলো জন্মসূত্র মা বাবা!
দুনিয়াতে কেবল অবশিষ্ট রয়ে যান প্রেমার দাদি আর দাদা
পঙ্গু দাদা মোস্তাফিজুর রহমান বর্তমানে নিঃস্ব কর্মহারা!

সরকার হতে মাত্র ভাতা হিসেবে পান চারশ পঞ্চাশ টাকা
তবু নাতিন প্রেমার দায়িত্ব নেবেন জানিয়ে, এক পায়ে খাড়া।
দুঃখ কষ্ট যাই হোক জীবনে, অচেনা হাত হতে চেনা হাত ভালা
পরম যত্নে গড়ে উঠুক প্রেমা, সুনিশ্চিত বেড়ে উঠুক জাতীয় কন্যা।
=
ম. প্র. (১৭-০৭-২০২২)
=