=
শান্তির সুমহান দরজায় টোকা
খুলে যাবে অসংখ্য নেয়ামত
নিয়তের বরকত
অবাধ প্রসন্ন সবি।
মাহে রমজান ত্যাগের
বছরিক ফরমান
রহমত,
মাগফেরাত,
নাযাত কামনায়
কে করবে বিরতি,
কে ধরবে মিনতি?
ছওয়াবের পাহাড়নামায়
নেই অস্পৃহা ধীরতি।
=
ম. প্র. (০৬-০৪-২০২২)
=