=
আরেক-টা প্রাণে'র যবনিকা-পাত ৷
তরুণ আয়ু'র স্বপ্ন-বিচ্ছেদ আহাট ৷
রক্ত উঠে গেছে, মস্তক বাড়বাড়ায় ৷
এমন- কম শুনতে পাওয়া- যায় ৷
পৃথিবী'র বল- শর্ট হয়ে যায়- তখন ৷
কোনো ঘরে'র গৃহিণী ম'রে যায়- যখন ৷
কী হবে, মায়ে'র মুখ চেয়ে, বেড়ে ওঠা-
করুণ কোমল-মতি শিশু-মন প্রাণ-গুলো'র ?
আশ্রয়'- এর নতুন পথ-হাঁটায় তারা- কী পাবে,
মায়া'র সু-নিশ্চিত হাতে'র পরশ-মোহর ?
শুভো হোক- নবো-যাত্রা'র সকল পল, নিয়তি, ডোর ৷
শুভো-কামনায় পূর্ণ হোক- এ পারে'র গচ্ছিত ভোর ৷৷
=
ম. প্র. (২৭-০৪-২০২১)
=